Skip to content

সৌন্দর্য্যচর্চায় শীতকালীন সবজি ও ফল | কলা | দ্বিতীয় পর্ব

কলা একটি অসাধারণ স্বাস্থ্যকর ফল যা সারা বছরই পাওয়া যায়। এতে আছে ভিটামিন – এ, বি, সি এবং ই আর সাথে রয়েছে খনিজ লবণ যেমনঃ লোহা, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক।

মুখের প্যাক

উপকরণঃ

১। এক চা চামচ দুধ

২। দুই চা চামচ কলার পেস্ট

কমলা নিয়ে পড়ুন তৃতীয় পর্বে

Banana

সৌন্দর্য্যচর্চায় কলা

ব্যবহারবিধি

একটা বাটিতে উপকরণ দুটি মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এই প্যাকটি  আপনার শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, সেই সাথে ত্বককে পরিষ্কার ও কৃস্টালের মতো চকচকে করতে সাহায্য করে। এটি মূলত শীতকালের শুষ্কতা প্রতিরোধে কাজ করে।

এই প্যাকটি অ্যন্টি এইজিং এর জন্য গুরুত্বপূর্ণ। এটা আপনার একনি, বার্ধক্যের ছাপ, আপনার মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে।নিষ্প্রাণ, নিস্তেজ ত্বককে প্রাণবন্ত করতে সাহায্য করে। 

আরও পড়ুনঃ কলার সূতার উপকারিতা

কলা দিয়ে তৈরি তৈরি চুলের প্যাক

উপকরণ

১। একটি পাকা কলা

২। দুইটি ডিম

৩। তিন চামচ নারকেল তেল/অলিভ অয়েল

ব্যবহারবিধি

একটি বড় পাত্রে কলা ব্লেন্ড করে নিন। এর পর ডিম আর তেল এক সাথে মিশিয়ে নিন। পরে মিশ্রণটি মাথার গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে। সম্ভব হলে একটি শাওয়ার ক্যাপ দিয়ে পুরো মাথা ঢেকে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা আপেক্ষা করুন, যেন মিশ্রণটি মাথার ত্বক ও চুলে সঠিক ভাবে কাজ করতে পারে। এবার ঠান্ডা পানি দিতে চুল ধুয়ে ফেলুন। একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল সম্পূর্নভাবে পরিষ্কার করুন। নিষ্প্রাণ, রুক্ষ, দূর্বল চুলের জন্য একটি খুবই উপকারী প্যাক।

Suriya Jaman Barsha
Follow Me