বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। ১৯৩৮ সালে সাধারণ কৃষি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্থাপিত এই প্রতিষ্ঠানটি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। ঢাকার বুকে নগর কোলাহলমুক্ত ছোট্ট একটি ক্যাম্পাস এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে রয়েছে নানাবিধও বৃক্ষে ঘেরা সবুজের সমারোহ। এছাড়াও রয়েছে ফসলী মাঠ, নানা রঙ, বর্ণ ও গন্ধের ফুলরাজি। প্রতিবছর শীতে ক্যাম্পাস জুড়ে রোপণ করা হয় নানাজাতের ফুল। বসন্ত আসতে না আসতেই সেই ফুলের সমারোহ আমন্ত্রণ জানাতে প্রস্তুত হয় ঋতুরাজকে। শেকৃবি ক্যাম্পাস জুড়ে সদ্য ফোটা ফুলের ফোয়ারা নিয়েই ছবি সম্বলিত একটি এ্যালবাম।