আপনার বাসার বেলকুনির বাগান দিয়েই সকলের প্রশংসা কুড়োবেন যদি আপনি আপনার বাগানটি বেশ সুন্দর ভাবে সাজাতে পারেন। একটি প্রশংসনীয় বেলকুনি বাগানের জন্য, সৌখিন বাগানীদের প্রথমেই কিছু পরিকল্পনা করে নেয়া আবশ্যক।
১. বারান্দায় একটি বাগান করার পরিকল্পনা স্থাপন
আপনি যদি একটি সুপরিকল্পিত এবং নিখুঁত বারান্দা বাগান করতে চান, তাহলে একটি কাগজে আপনার পরিকল্পনা গুলো প্রথমে নীল নকশা তৈরি করা অপরিহার্য। আপনার প্রয়োজনীয়তা কি এবং আপনি কিভাবে এটি করতে চান তা নিজেকে নিজেই জিজ্ঞাসা করুন। আপনি কি ধরনের উদ্ভিদ করতে চান? আপনার বারান্দা কি রৌদ্দ্রজ্জ্বল নাকি ছায়াময়, তার আকার কি? এইভাবে নানা প্রশ্নের উত্তর খুঁজুন।
আপনার বারান্দা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ এবং স্কেল কাগজের মধ্যে একে ফেলেন। এর ফলে আপনার জায়গা অনুসারে পরিকল্পনা করা সহজ হবে। আপনি কি ধরনের আসবাবপত্র, কন্টেইনার, বাক্স এবং বিভিন্ন আইটেমের ব্যবস্থা করা প্রয়োজন।
২. পূর্ব ও পশ্চিম মুখোমুখি বারান্দা
পূর্ব ও পশ্চিমমুখী বারান্দায়, অনেক গাছপালা ভাল জন্মায় (শোভাময় প্রজাতি, কিছু শাকসবজি, ফল ও শাক)। কিন্তু শীতকালে খুব সাবধানে আপনাকে বড় পাত্রে ক্রমবর্ধমান চিরজীবী উদ্ভিদ রক্ষা করতে হবে।
৩. উত্তর ও দক্ষিণে মুখোমুখি বারান্দা
উত্তরমুখী বারান্দা সাধারণত সারা দিন ছায়া যুক্ত থাকে, তাই আপনাকে সেখানে ছায়ায় বেড়ে ওঠা গাছ বাছাই করতে হবে। দক্ষিণের বেলকুনিতে সব সময় রোদ থাকায় আপনাকে সেখানে রোদে ভালো হয় এমন ঘরোয়া পরিবেশ বেড়ে ওঠা গাছ বাছাই করতে হবে।
টিপস
ক) কন্টেনারে জন্মানো চারা মাটিতে বেড়ে ওঠার চারার চেয়ে বেশি যত্নের প্রয়োজন। আপনার তাদের নিয়মিত পানি এবং জল দিতে হবে ।
খ) সকালে উদ্ভিদে পানি দেয়া উচিত এবং উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী পানির দিতে হবে।
গ) আলো প্রিয় উদ্ভিদ গুলো কে আপনি জানালা বা রেলিং এ লাগাতে পারেন।
আরও পড়ুনঃ কিভাবে খুব সহজেই ড্রাসিনার যত্ন নিবেন
৪. পট বা পাত্র নির্বাচন বেলকুনি বাগানের জন্য
বারান্দা ব্যবহার করা পাত্র শুধুমাত্র ব্যবহারিক নয়, বরং আলংকারিক। একটি পাত্রে পর্যাপ্ত পানি নিষ্কাশন করার জন্য নীচের অংশে যথেষ্ট গর্ত থাকতে হবে।
ফ্রি-স্ট্যান্ডিং পাত্র এবং প্লান্টার হিসাবে সিরামিক ও মাটির পাত্র ব্যবহার করতে পারেন।
টিপস
ক) বেলকুনি বা বারান্দায় আমরা যেসব উদ্ভিদ লাগাই তা সাধারণত আপনার ব্যবহৃত পটের মাধ্যমেই আকর্ষণীয় হয়ে উঠে।
খ) যদি আপনার বেলকুনি টা ছোট হয়, আপনি তাহলে উচু এবং সরু পাত্র ব্যবহার করুন এতে কম জায়গায় লাগবে।
গ) সবুজ শাকসবজি চাষের জন্য চওড়া ও লম্বা প্লান্টার পট গুলো ব্যবহার করতে পারেন।
ঘ) বেলকুনির বাগান টিকে একটু আধুনিক লুক দিতে আপনি মেটাল পট গুলো ব্যবহার করতে পারেন।
ঙ) আপনি যদি অলস অথবা ব্যস্ত হোন আর আপনার বারান্দায় যদি আলো ও বাতাস থাকে তাহলে আপনার বারান্দার জন্য স্ব জল প্লান্টার পট ব্যবহার করুন।
৫. বারান্দায় উল্লম্ব বরাবর বাগান করুন
উলম্ব বরাবর বাগান আপনার বাগান করার জন্য জায়গাকে দ্বিগুন করে দিবে। আপনি অবাক হবেন কতটা জায়গা খালি পাবেন উল্লম্বভাবে বাগান করে।
একটি পাত্রের ধারক কিনুন যা আপনার পাত্রকে উল্লম্বভাবে ধারণ করবে অথবা আপনি সহজেই আপনার নিজের জন্য একটি তৈরি করতে পারেন।
পুরোনো তাক অথবা র্যাক ব্যবহার করতে পারেন পাত্র রাখার জন্য এবং ঝুলিয়ে রাখার জন্য।
টিপস
ক) প্লান্টার হিসাবে ঝুলোনো ঝুড়ি গুলা বাগান কে আরও সুন্দর করে তোলে। এসব ঝুড়ি গুলো তে বিভিন্ন ওর্নামেন্টাল উদ্ভিদ লাগাতে পারেন।
খ) ফুলের মধ্যে জেসমিন, গোলাপ, ব্লেডিং হার্ট তাছাড়া শসা, টমেটো, কাচা মরিচ লাগাতে পারেন।
আরও পড়ুনঃ ব্রাসেলস স্প্রাউট – সম্ভাবনাময় নতুন সবজি
- স্বাদ অক্ষুণ্ণ রেখে গোশত সংরক্ষণের উপায় - July 21, 2021
- পেঁয়াজের রোগ-বালাই ও এর দমন ব্যবস্থা – পর্ব ২ - July 18, 2021
- পেঁয়াজের রোগ-বালাই ও এর দমন ব্যবস্থা – পর্ব ১ - July 18, 2021