হাপানি ও এলার্জি প্রতিকারে ৭টি সেরা ঘরোয়া গাছ
একজন গুরুতর এলার্জি ও হাপানি রোগীর– ঘরে ও বাইরে উভয় জায়গাই সতর্ক থাকা দরকার। তাই তাদের জন্য আমাদের ঘরের ভেতরে নিরপদ বায়ু চলাচল উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া উচিত। আপনি হয়ত জানেন না যে অনেক ঘরোয়া গাছ অভ্যন্তরীন বাতাসের মান উন্নয়নের জন্য দারুন এবং হাঁপানি ও এলার্জিসহ সম্ভাব্য ব্যক্তিদের সাহায্য করতে পারে।