Skip to content

বিভিন্ন জাতের গোলাপ চিনুন

আমরা প্রতিদিনই আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। ফুল তার রূপ, গন্ধ, সৌন্দর্য দিয়ে আমাদেরকে আনন্দিত করে। গোলাপ ফুল ও তার মধ্যে একটি। 

গোলাপ Rosaceae গোত্রের অন্তর্ভুক্ত Rosa গণের দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ। সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের গোলাপের প্রজাতি রয়েছে। গোলাপের প্রজাতি সংখ্যা প্রায় ১৫০ এর বেশি। প্রাচীনকাল থেকেই গোলাপ বহুল ব্যবহৃত ফুল। তাছাড়া অনেক ধর্মীয় অনুষ্ঠানে গোলাপ পানি ব্যবহার করা হয়। গোলাপ দিয়ে জেলি, মিষ্টি, হালুয়া ইত্যাদি খাদ্যসামগ্রী সুগন্ধি করা যায়। গোলাপ বাড়ির বাগান করার পাশাপাশি ফুলের তোড়া  তৈরিতে ব্যবহার করা হয়। ভেষজ হিসেবেও গোলাপ গাছ ব্যবহৃত হয়। গোলাপের ফল ভিটামিন-সি সমৃদ্ধ। বর্তমানে বাংলাদেশে গোলাপের উৎপাদন ও বিপণন অনেক বৃদ্ধি পেয়েছে।

চলুন, গোলাপের বিভিন্ন জাতের নাম জেনে আসি-

১) বাংলা নামঃ অল্টিসিমো

ইংরেজি নামঃ Altissimo

উৎপত্তিঃ ফ্রান্স, ১৯৬৬

উচ্চতাঃ ৭ থেকে ৯ ফুট লম্বা

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ লাল

Altissimo
Altissimo

২)বাংলা নামঃ পাপা মিলাঁ

ইংরেজি নামঃ Papa Meilland

উৎপত্তিঃ ফ্রান্স, ১৯৬৩

উচ্চতাঃ ৩ থেকে ৪ ফুট লম্বা

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ লাল

Papa Meilland
Papa Meilland

৩) বাংলা নামঃ আইসবার্গ 

ইংরেজি নামঃ Iceberg

উৎপত্তিঃ জার্মানি,১৯৫৮

উচ্চতাঃ ৩ থেকে ১২ ফুট লম্বা

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ সাদা

Iceberg Rose
Iceberg Rose

৪) বাংলা নামঃ  রোজ গুজার্ড

ইংরেজি নামঃ Rose Gaujard

উৎপত্তিঃ ফ্রান্স, ১৯৫৭

উচ্চতাঃ ৪ ফুট লম্বা

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ হাল্কা গোলাপি  বিপরীতে সাদা

Rose Gaujard
Rose Gaujard

৫) বাংলা নামঃ বেংগলি রোজ

ইংরেজি নামঃ Bengali Rose 

উৎপত্তিঃ ফ্লোরেন্স, ১৮৮২

উচ্চতাঃ ৩ থেকে ৪ ফুট লম্বা 

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ তামাটে হলুদ অথবা কমলা

Bengali Rose
Bengali Rose

৬) বাংলা নামঃ কুইন এলিজাবেথ 

ইংরেজি নামঃ Queen Elizabeth

উৎপত্তিঃ আমেরিকা, ১৯৫৪

উচ্চতাঃ ৪ থেকে ৬ ফুট লম্বা 

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ গোলাপি 

Queen Elizabeth
Queen Elizabeth

৭) বাংলা নামঃ জুলিয়াস রোজ

ইংরেজি নামঃ Jullia’s Rose

উৎপত্তিঃ আমেরিকা,২০০৪

উচ্চতাঃ ৩ ফুট লম্বা 

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ মিশ্র তামাটে 

৮) বাংলা নামঃ ডাচ গোল্ড

ইংরেজি নামঃ Dutch Gold

উৎপত্তিঃ লন্ডন, ১৯৬৩

উচ্চতাঃ ৩ ফুট লম্বা 

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ সোনালি হলুদ

Dutch Gold
Dutch Gold

৯) বাংলা নামঃ সানসিল্ক

ইংরেজি নামঃ Sunsilk

উৎপত্তিঃ লন্ডন, ১৯৫৪

উচ্চতাঃ ৩ ফুট লম্বা 

Sunsilk Rose 2

আলোঃ পূর্ণ সূর্য 

ফুলের রংঃ হাল্কা হলুদ

১০) বাংলা নামঃ ব্লেজ

ইংরেজি নামঃ Blaze

উৎপত্তিঃ ১৯৩২

Blaze Rose
Blaze Rose

উচ্চতাঃ ১৫ ফুট লম্বা 

আলোঃ পূর্ণ সূর্য থেকে আংশিক ছায়া

ফুলের রংঃ লাল

Leave a Reply