ফসলের জমিতে কিংবা টবে, ড্রামে, পট মিডিয়ামে যে অবাঞ্ছিত উদ্ভিদ দেখা যায়, তাইই আগাছা। আগাছা চাষ করা ফসলের পুষ্টি প্রাপ্তিতে ও বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। আগাছা উদ্ভিদ হিসেবে বৃদ্ধি পায় এবং চাষ্কৃত ফসলের জন্ম, বৃদ্ধি, বিকাশ, উৎপাদন, বংশবিস্তার প্রভৃতি ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে।