Skip to content

ভালো ক্যাকটাস মাটির আদ্যোপান্ত

বর্তমান সময়ে ক্যাকটাস চাষ শৌখিন বাগানীদের কাছে খুবই জনপ্রিয়। মূলত ইন্ডোর প্ল্যান্ট হিসাবেই ক্যাকটাস লাগানো হয়ে থাকে। কিন্তু এটি মরুর দেশের উদ্ভিদ হওয়ায় প্রয়োজন হয় একটু আলাদা যত্নের। জলাবদ্ধতা এ জাতীয় উদ্ভিদের প্রধান শত্রু। তাই ক্যাকটাসের জন্য এমন মাটি ব্যবহার করতে হবে যা খুব সহজের পানি নিষ্কাশন করে দিবে। এক্ষেত্রে ক্যাকটাস সয়েল ক্যাকটাস চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি। চলুন জেনে নেওয়া যাক ক্যাকটাস সয়েলের বিস্তারিত –

ক্যাকটাস সয়েল কী?

ক্যাকটাস সয়েল বলতে এমন একটি মিশ্রণ কে বোঝায় যা কিছু অজৈব এবং পরিমিত পরিমাণে জৈব পদার্থের সংমিশ্রণে তৈরি এবং ক্যাকটাসের বৃদ্ধির জন্য আদর্শ। মূলত এটি এমন একটি মাধ্যম যাতে ক্যাকটাসের জন্য প্রয়োজনীয় সকল উপাদান বিদ্যমান যা গাছের সর্বোত্তম স্বাস্থ্য নিশ্চিত করে।

Cactus Soil 1
ক্যাকটাস সয়েল

ক্যাকটাস সয়েলের উপাদান

  • মাটি
  • বালি (নদী)
  • বালি (সিলেট)
  • পার্লাইট
  • Vermiculite
  • Osmocot
  • Cocodust
  • Bonemeal
  • Neem powder
  • Trichocompost
  • চুন
  • মাইক্রোনিউট্রিয়েন্ট

উপকারিতা

  • দ্রুত পানি নিষ্কাশন করে।
  • পানি জমে থাকে না ফলে ক্যাকটাসের শিকড় পঁচা রোগ প্রতিহত করে।
  • ক্যাকটাস সাধারণ যে পরিবেশে জন্মাতে অভ্যস্ত অর্থাৎ মরুভূমির মতো পরিবেশ সৃষ্টি করে।
  • ক্যাকটাসের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল উপাদান যথাযথ পরিমাণে থাকে।
  • ক্যাকটাস সয়েলের ঘনত্ব কম তাই বাষ্পীভবন দ্রুত হয়।

কেন ক্যাকটাসের মাটি সাধারণ মাটি থেকে আলাদা?

উপাদান

সাধারণ মাটিতে অনেক বেশি পরিমাণ জৈব পদার্থ থাকে কারণ বেশিরভাগ গাছেই অনেক বেশি পরিমাণ জৈব পদার্থ প্রয়োজন হয় কিন্তু ক্যাকটাসে অন্যান্য গাছের মতো একই মাত্রার জৈব পদার্থ প্রয়োজন হয়না। তাই ক্যাকটাসের মাটি মূলত বালি, পার্লাইট ইত্যাদি দিয়ে তৈরি করা হয়।

আরও জানুনঃ ভার্মিকম্পোস্ট কী এবং কেন ব্যবহার করতে হয়

আর্দ্রতা

ক্যাকটাস সয়েল এবং সাধারণ মাটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল এর আর্দ্রতা ধরে রাখা। সাধারণ মাটিতে জৈব পদার্থ থাকার কারণে এটি আর্দ্রতা ধরে রাখে। ক্যাকটাস সয়েল আর্দ্রতা ধরে রাখে না কারণ এটি প্রাথমিকভাবে অজৈব পদার্থ দিয়ে তৈরি, যা গাছের মূল পচন রোধেও সাহায্য করে।

ক্যাকটাস সয়েল কিনুন গ্রিনিকালচার থেকে

বায়ু চলাচল

ক্যাকটাসের সূক্ষ্ম কিছু শিকড় থাকে যা পাত্রের মাধ্যমের ভেতর যথাযথ বায়ু সঞ্চালনের সাথে ভালোভাবে বৃদ্ধি পায়। ক্যাকটাস সয়েল ঘনত্ব রেগুলার সয়েলের চেয়ে কম হওয়ার কারণে এর মধ্যে দিয়ে অধিক পরিমাণ বায়ুচলাচল করে যা শিকড়ের বৃদ্ধি এবং পরিপুষ্ট হতে সাহায্য করে।

পানি নিষ্কাশন

ক্যাকটাস মূলত দীর্ঘদিন খরাপ্রবণ এলাকায় এবং কম আর্দ্রতায় থাকার জন্য বিবর্তিত। এই পরিবেশের অনুকরণ করেই ক্যাকটাস সয়েল তৈরি করা হয় যা দ্রুত পানি নিষ্কাশন করে শুকিয়ে যায় কিন্তু পর্যাপ্ত আর্দ্রতা ধরে রাখে। অন্যদিকে রেগুলার সয়েল মিশ্রণ এমনভাবে তৈরি করা যেনো তা পানি ধরে রাখতে পারে যা ক্যাকটাসের জন্য ক্ষতিকর।

ব্যবহারের নিয়ম

ক্যাকটাস সয়েলে ক্যাকটাসের জন্য প্রয়োজনীয় সকল উপাদান থাকে তাই বাইরে আলাদা করে কিছু মেশানো লাগে না। সরাসরি পটে ঢেলে ক্যাকটাস লাগানো যায়।

কোথায় পাবেন? 

ক্যাকটাস সয়েল দেখে চেনা কঠিন যে ভালো কি খারাপ। তাই বিশ্বস্ত জায়গা থেকে কেনা জরুরী। ভালো মানের ক্যাকটাস সয়েলের জন্য যোগাযোগ করতে পারেন Greeniculture Agrotech Ltd এর ওয়েবসাইট অথবা ফেসবুক পেইজে। সেই সাথে দারাজেও পাবেন ক্যাকটাস সয়েল

1 thought on “ভালো ক্যাকটাস মাটির আদ্যোপান্ত”

    Advertisements
  1. Pingback: ভালো ক্যাকটাস মাটির আদ্যোপান্ত - Gardenxpert

Leave a Reply